অপেক্ষায় ছিলাম অপেক্ষা দেখিয়েছে প্রগাঢ় স্বপ্ন
স্বপ্ন এবং বাস্তবতায় তুমিই দেখিয়েছো স্বপ্ন
ভালোবাসার, দিনবদলের,
অনিন্দ্য আয়োজন
সবই তোমাকে ঘিরে।
অপেক্ষায় ছিলাম দিনবদলের
যে গানের সাথে সবাই মেলাবে গলা,
একটা বিপ্লব চাই
সাধারণের বিপ্লব
মধ্যবিত্তের বিপ্লব
জীবন এবং স্বপ্ন
এগিয়ে যায় প্রবাহিত নদীর মতো
জীবনের জন্য চাই একটা বিপ্লব।
শ্বাশত শান্তির মিছিল হলে জানি তুমিও থাকবে সেই মিছিলের অগ্রভাগে...
সাম্যের জন্য আমাদের তৈরি হতে
অপেক্ষা ছিলাম যে অপেক্ষা মিলিয়ে দেয়
যে স্বপ্ন তুমিই দেখিয়েছিলে শ্বাশত শান্তির মিছিলে তোমরাও এসো
সময় হয়েছে সবাকেই মিছিলে যাবার।