সময় হয়েছে রুখে দাঁড়াবার
আসুন আর বসে থেকে কাজ নেই, সময়তো এখন ঘুরে দাঁড়াবার এই দেশ আপনার আমার সবার, এই দেশ মুক্তিযুদ্ধের, ত্রিশ লক্ষ শহীদের, লক্ষ লক্ষ মা আর বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া তাহলে কেন এখনো চুপ করে আছেন।


সময় এখন রুখে দাঁড়াবার
চোখ বন্ধ করেই যদি সব মেনে নেন তবে চলবে কি করে; আসুন পথে নামুন কাঁপিয়ে তুলুন রাজপথ, সংগ্রামই সত্য সংগ্রামই সুন্দর দেশকে যারা অনামিসায় ঢেকে দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনাকেই বড়ো প্রয়োজন।


সময় হয়েছে রুখে দাঁড়াবার
আমাদের পা'য়ে শিকল পড়িয়ে আরা বন্দি রাখতে চায় তাদের রুখতেই হবে,
আসুন পথে নামুন আওয়াজ তুলুন, মুক্তবুদ্ধি স্বাধীনতা আর প্রগতি বিরুদ্ধে দাঁড়িয়েছে ওরা আর কত সব মেনে নেবেন বলতে পারেন।


আসুন সময় কিন্তু এখন রুখে দাঁড়াবার
সব মেনে নিলে পরাজিত আমাদের অস্তিত্ব, এই দেশ এই মানচিত্র শহীদের রক্তে কেনা
হাজার বছরের সংগ্রাম এই বাংলা আর বাঙালি মাতৃভাষার কসম এবার আমাদের রুখে দাঁড়াতেই হবে, সময় এখন রুখে দাঁড়াবার।