যুদ্ধ হয় প্রতিদিন
হয়ে যাও যুদ্ধবাজ
ছায়ার সাথে যুদ্ধ  লড়াই অদৃশ্য দানবের সাথে
এখন যুদ্ধ জয়ই বড়ো কথা
পৃথিবীজুড়ে যুদ্ধ-যুদ্ধ খেলা হয়
হয় জয় তা না হলে পরাজয় নিশ্চিত
মানুষ জয়ী ইতিহাসের আদিপর্বে যুদ্ধজয়ে।


যুদ্ধ হয় অন্ধকারের সাথে আলোর;
যুদ্ধ করে সুপূর্ণিমা কালো অমাবস্যার সাথে
কৃষ্ণপক্ষ জয়ী হলে যেনে রেখো হে যুদ্ধবাজ
পরাজিত হবে মানবতা।


সাম্যের জন্য যুদ্ধ, যুদ্ধ প্রগতির জন্য
এখন ভয় পেলে চলবে কেমন করে
এসো যুগান্তর
এই কালেই যাত্রায়
হে উদাসী যুদ্ধবাজ!

যুদ্ধ হয় প্রতিদিন
যদিও যুদ্ধের কোন শেষ নেই
যুদ্ধ যে অনন্তকাল।


সেই রক্তের সন্তান
বাঙলা, বাঙালি-
বাংলাদেশের প্রজন্ম
যারা জীবনকে হাতে নিয়ে জয় করে একাত্তর
মুক্তিযুদ্ধ।


তাঁদের প্রজন্মান্তর
যুগের প্রয়োজনে "এখনই সময়
হয়ে উঠবার যোদ্ধা"
জয়ী হতে এই সংগ্রামে
এই মহামারীতে-
প্রয়োজন পাশে থাকবার
প্রেমপ্রীতিতে মননে-সৃজনে,
যে যুদ্ধে হারিয়ে ফেলেছি লক্ষ-লক্ষ জীবন
যারা চলে যায়
আর ফিরবে না বলে!


হে মুক্তিযোদ্ধার সন্তান এই প্রজন্ম
হে প্রজন্মান্তর
হে বীর, তোমার রক্তেই আছে সংগ্রাম ইতিহাসে তুমিই জয়ী
বারবার!


কারণ তোমার রক্তে এখনো প্রবাহিত রবীন্দ্র-নজরুল জীবনানন্দে জয় কর সব বাধা
পরাজিত করো এই কৃষ্ণপক্ষকে
যারা বুকের ভেতরে বসিয়ে দিয়েছে অদৃশ্য নামক কৃষ্ণপক্ষ।


তোমরাই পারবে
পারবে জয়ী হতে
কারণ যার রক্তেমাখা এই সবুজ ঘাস মা-মাটি- দেশ।
যিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন লুকিয়ে থাকা হন্তারকের কাছে!
তারুণ্যে যৌবনে-
নিজেকে বিলিয়ে দিয়েছেন
কখন বা হলেন সংসার বিবাগী; আবার সমাজসংসারি;
কৃষ্ণপক্ষে নিজেই হয়ে উঠলেন শুক্লা পঞ্চমীর দ্বাদশীর চাঁদ
ছড়িয়ে জ্যোৎস্নার প্লাবন-
দিলেন ডাক- "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম"
স্বাধীন করলেন বাংলাদেশ।
যার ঋণ কোন কালে শোধ হবার নয়
কারণ-
আমাদের যে জাতির পিতার নাম
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান"।।