রক্তক্ষরণ হয় দুঃস্বপ্নের রাতে পরাভূত সোহাগী প্রেম
জয়ি হয় প্রগাঢ়ভাবে কামসখ
আজ নিশ্চয়ই তুমি অতিথিরূপ দেখাও
যদিও তুমি আজ প্রথম স্পর্শের সঙ্গি নও!


মাঝখানে রাত ব্যবধানে আসে দিন
একটু সহানুভূতি বদলিয়ে দেবে সমাজ
নির্ধারিত ভাষণে
কি আজব ভাষন
তবুও তুমিই সুপুরুষ।