সমুদ্র দেখতে গিয়ে
তোমাকে আবিস্কার করেছিলো কবি;
যেন অবিনাশী কবিতার প্রগাঢ়তা উপলব্ধি করেই।
না এখন আর সমুদ্র দেখতে ইচ্ছে নেই
কিংবা নদী ও সবুজ পাহাড়।
এখন আর তোমার অনুভূতিহীন স্পর্শ জাগায় না কোন কামনা,
এখন আর স্বপ্ন দেখেনা কবি ও কবিতা।
প্রেমিক পুরুষ সেজে
নিবেদন করে বলবে না
'ভালোবাসো' মহারাণী।
এখন আর ভোরের স্নিগ্ধ বাতাস শরীরে লাগাবেই না প্রেমিক কিংবা প্রেমিক পুরুষ!
না তোমার স্পর্শও কেন আর অনুভূতি জাগায় না!!