চলে যাচ্ছো কেউতো বলেনি
চলে যেতে তাহলে কোথায়
যেতে চাও, যাচ্ছো কি চলে?
কুয়াশার বৃষ্টিতে ভিজে গেলে
শরীর খারাপ হয়, নদীর
পাড়ে বালুতে ঘর বেঁধে তাকে
কি করে স্থায়ী বলবে?
চলে যাচ্ছো কেন চলে
যাচ্ছো, তুমি চলে যাচ্ছো
তোমাকে কেউই যেতে
বলেনি তবে কেন চলে যেতে
চাও।


চলে যাওয়া সেতো সঠিক
সমাধান নয়,
এখানে সংসার আছে আছে
সংসার বিরাগী
আছে মিলিত চাওয়া পাওয়া,
দূর থেকে অনিন্দ্য পাহাড়ে
যে সবুজ সমাহার দেখো
কাছে গেলে কিন্তু সেই সবুজ
পাওয়া যায়না
তাহলে চলে গিয়ে কিংবা
পালিয়ে গিয়ে সত্যিই কি
লুকিয়ে থাকা যায়।


________________
১৭.০১.২০২৪