সুনন্দিতা
মাঝেমধ্যে আমার ডাকাত হতে
ইচ্ছে করে!
যদি ডাকাত হতাম
মস্ত বড়ো ডাকাত;
ডাকাতের নাকি ধর্ম আছে
আছে নিজের প্রতি বিশ্বাস।


সেরকম ডাকাত হলে জয়ী হতাম
জয় করতাম তোমাকে।


সত্যি বলছি সুনন্দিতা
আমি ডাকাত হব! লুট করতে সমস্ত তোমার।।
মাঝেমাঝে ডাকাতও হতে হয় প্রেমিক পুরুষকে!


স্বপ্নদেখে অরিন্দম
মধ্যে রাতে প্রগাঢ় একটা স্বপ্ন!
সেও ডাকাত হলে জয়ী হবে প্রেম জয়ী হবে সুনন্দিতা।।