মীরা
তোমার চোখের দিকে তাকালেই আমি সব বুঝতে পারি, কি একটা কষ্ট বুকের মাঝে লুকিয়ে রাখো তুমি সত্যিই তুমি অসাধারণ সবকিছু মেনে নিয়ে তবুও নিজেকে নিয়োজিত রেখেছো এই জগৎসংসারে।
আর কত কষ্ট চেপে রেখে নিজেকে উৎসর্গ করবে বলতে পারো, জানি প্রশ্নের জন্ম হবে প্রতিনিয়ত কিন্তু খুঁজে পাওয়া বড়ই মুশকিল; যার জন্য এই আয়োজন নিজের খেলায় বন্দি রাখলে, এই সংগ্রামে একদিন জয়ী তোমাকে হতেই হবে।
তোমার লেখায় যে আকুতি তার উপলব্ধি করি বারংবার, আসলেই তুমি জয়ী মানুষ নিজেকে রেখেছো জীবন নদীর মত, অবিরাম জীবন সংগ্রামে তুমিতো মহা মানবী যার এই সংগ্রাম আমাদেরকেও সংগ্রামী হতে শেখায়।
অনন্ত পথ যদিও তুমিনিজেকে একলা ভাবছো আসলে কিন্তু তুমি একা নও এই সংগ্রামে আমরাও আছি এই পথের শেষপ্রান্তে শুধুই তোমার অপেক্ষায়, তুমি জয় করো পরম সত্যিকে জয় হোক তোমার সমস্ত অধিকার আদায়ে আমরা আছি তোমারই অপেক্ষায়।