সব চাওয়া আর পাওয়া মিলাতে গিয়ে থমকে যায় আমাদের জীবনের চলমান গতি;
জীবন অনন্ত অবিনশ্বর।
জীবনতো নদীর মতো
আর নদী জীবনের মতো
তবুও মানুষ স্বপ্ন দেখে এগিয়ে যেতে চায়
আনন্দে হাসে আর সবসময়
জীবনকে নিয়ে যেতে চায়
কাঙ্ক্ষিত লক্ষ্যে
স্বপ্নচারী হয়ে স্বপ্নে আঁকে সোনালী দিন
একটা স্বপ্নে জয়ী হতে।
দিন আসে শুভময় বারতা নিয়ে
আসে ভালোলাগা প্রগাঢ়ভাবে জীবনের সবটুকু পাওয়ায়
দিনবদলের গান গায় আজ
গায় গান অনাবিল বিশ্বাসে সুবুজ স্বপ্ন
স্বপ্নে রাঙায় আসন্ন দিন
এই শুভক্ষণে....
স্বপ্ন এবং বাস্তবতায় এগিয়ে যায় সবই
এখানে জয়ীরা যায় এগিয়ে।
নীলাঞ্জনা তোমার স্বপ্নের সাথে আমিও স্বপ্নে আঁকি আমাদের আগামী।
যদি থমকে যাই কখনো যদি পরাজিত হই জীবন জয়ে গানে তখন তুমি পাশেই থেকো নীলাঞ্জনা;



___________
সম্পাদনা
০৯.০৪.২০২২