সুনন্দিতা সব চাওয়া পুরন হয়না এ কথা এখন আর বিশ্বাস করতে ইচ্ছে করেনা;
কেন করবো বলতে পার সুনন্দিতা?
অপেক্ষা থাকা স্বপ্নের বীজ বপন করা যদি হয়ে থাকে
সেই ফসল নিশ্চয়ই একদিন ভরে যায় গোলা হাসিতে গান গায় প্রান্তিক কৃষক আর কৃষাণি।
দূরন্ত কিশোর গায়ে মাখে কাদামাটি জল স্বপ্ন আঁকে।