স্বপ্ন আর অপেক্ষা দুটো নিয়েই যদি
শেষ কর প্রতিটি রাত;
রাতজাগা পাখি কষ্ট মাঝে খুঁজে দেখো তারও একটা স্বপ্ন আছে আছে অনন্ত বিশ্বাস।


তবে কোন স্বপ্নমোহে চলেছিল কবি এবং তার কবিতা
এটা ভাববার আগে নিজেকে নিয়ে প্রশ্ন করেছো কখনো?
তুমি কার! সে কে তোমার?
প্রেমিকা কিংবা প্রেমিক পুরুষ এখানে প্রথম প্রেমের মতোই কবি দেখিয়েছিল স্বপ্ন;
একটা স্বপ্ন এবং  একটা বিপ্লব
চিরসাম্যের।


সবাই মুক্তির সাথী হতে গিয়ে পরাজয়বরণ করবে সে ভাবনা নিশ্চয়ই মিছে হতে পারে কি?
ভালোবাসলে জয়ি হতে হয়
সৃজনে বিপ্লবে আর আত্মজয়ে
বিপ্লবী হয়ে যায় তোমারই কবি ও কবিতা,
এখন বিপ্লবই মুক্তির পথ-
যে পথে অপেক্ষায় প্রান্তরাভিমুখ হলে পরাজিত হবে কবি আর কবিতা।


কবি পরাজিত হলে
নষ্ট হয় মানবতা
জয়ী যেখানে সাম্রাজ্যবাদ।
বিশ্বাসে চির ধরলে মাটির পাত্রের মতো ভেঙে যায় সমাজ এবং সমাজসংস্কার।
আর তুমি ভেংগে গেলে সেখানেই পরাজিত হয়
কবি আর তার কবিতা!