মানুষ কি স্বপ্ন ছাড়া বেঁচে থাকে?
যদি তুমি স্বপ্নই না দেখ
তাহলে আসবে কি করে তোমার
কাংখিত দিন
শুভমুহুর্ত
কিংবা সোনালি বিকেল
যার জন্য সময় তোমাকে অপেক্ষায় রেখেছ!


সাম্য কোন স্বপ্নিল স্বপ্ন নয় যদি না
তোমার মধ্যে সেই সাম্য না থাকে
থাকে তোমারি সংসারে
সমাজে স্তরে স্তরে...
তুমি কোন সাম্যের গানে পথে নামছো
তোমার সাম্যের সাথি রোজই স্বপ্ন চুরি করে
রাতের আঁধারে সাম্যই বিক্রি করে দেয়।