এখানে স্বপ্ন দেখ মানুষ স্বপ্ন আছে বলেই স্বপ্নে রাঙায় দিন
অপেক্ষা একটি শুভদিনের শুভমুহুর্তের।
স্বপ্ন এখনো বেঁচে থাকে অবিরাম মানুষের জয়গাঁথা সংগ্রামে।
অসহায় মানুষ কাল অন্ধকারে এসেছে যে দানব দুঃস্বপ্নে পতিত এই সময়;
মানবের চির মুক্তি আনন্দ বিষিয়ে দিতে!
স্বপ্ন দেখে মানুষ স্বপ্নময়ী রাতে।
স্বপ্নময়ী রাত এখানে মানুষ হয়ে যায় স্বপ্নিল।
যতই ঘনিয়ে আসুক ঝড় রুখে দাঁড়াই মানবতার দেয়ালে
রুখে দাঁড়াও হে অবিনাশী তুমি হয়ে কালবৈশাখী।