এক.
বিষাদে যদি ঘিরে রাখো সমস্ত দিক
তবে আসবে কি আমাদের সুদিন
মেঘে ঢাকা আকাশে কি চাঁদ দেখা যায়?
মনে বসন্ত এলেই আসে প্রেম
ফিরে যায় বিরহ...
আসে প্রেম প্রগাঢ় হৃদয় বিলাসী।


দুই.
কতটা দূরে গেলে তুমি সুখি হতে পার মহারাণী
নিজেকে খুঁজে দেখো হে দেবী
আত্ম উপলব্ধি করো
ভেবে দেখো কত পথ হেটে যাবে
জীবনের শুভমুহুর্ত উপভোগের আনন্দ আয়োজনে।


তিন.
নিদারুণ কষ্ট অনুভব করি এখনো রাতজাগা পাখির মতো
অপেক্ষা তবু্ও স্বপ্ন দেখায়
পূর্ণিমা দেখি
সমস্ত আলো তোমাকে বিলিয়ে দিতে,
অথচ অপরাধ বোধ মেনে নিয়ে এগিয়ে যেতে চাইলাম শুধু তোমাকে আবিস্কার করতে।


চার.
স্বপ্ন যদি দুঃস্বপ্নে পতিত হবে
তবে ভেবে দেখো হে প্রিয়তমা হে দেবী
কবিতার সারথি হতে আহবান করেছিলাম
মনের আনন্দ উপভোগে
কি আপন ভেবে ছুটে গিয়েছিলাম তোমার আঙিনায়
উদ্ভাসিত চিত্তে
এখনো বিশ্বাসের উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখি
তুমি আসবে
ফিরে আসবেই।


পাঁচ.
যদি ভুল করে চলে যাও
যদি সুখময় অনুভূতি ছুয়ে দেয় তোমায়
তবে আমিও জয়ী হব
তোমার বসন্ত দিনে
তবে ভেবে নিও হে দেবী হে মহারাণী
আর কোন বসন্ত আসবেনা ফিরে কবিতার সুনিশ্চিত কোন কাব্যে।