সবুজ স্বপ্নগুলো পুড়ে গেছে তপ্তরোদে
তবুও কি বীজ রয়েছে মনের ভেতর?
স্বপ্ন যদি পুড়ে যায় তাহলে প্রেম এসে ভিজিয়ে দেয় অভিলাষী মনে
প্রেম কি পারে লুকিয়ে যাওয়া মনে জাগাতে অনিন্দ্যসুন্দরে।


স্বপ্ন যদি পুড়ে যায় তবে কেন এগিয়ে আসে প্রেম ছুঁয়ে দিতে মনের গহীনে,
পরাজিত হয়ে গেলে মানুষ তবে কি আর মানুষ থাকে?
জানি প্রতিমুহূর্ত জন্ম হবে প্রশ্নের কিন্তু উত্তর দেবার কেউ কি আছে কিংবা থাকে।


মন পুড়ে যায় পুড়ে যাওয়া মানুষের এখানে পরাজয়ে চিহ্ন বুকের গভীরে থাকে,
কেউ দেখে কেউ দেখেনা তবুওতো স্বপ্ন আসে ভাঙা চালের ফুঁটো বেয়ে কিন্তু স্বপ্ন পুড়ে গেলে পরাজিত হয় স্বত্বা।