অনেক স্বপ্ন দেখে আজ আমার ঘুম ভেঙ্গেছে
শেষ রাতে দেখা স্বপ্ন শুনেছি সত্য হয়
অন্যরকম অনুভূতি নিয়ে শুরু করেছি আজকের দিনটা।
স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখছি -
স্বপ্নটা এরকম:
সুদক্ষিণা আজ নীল শাড়ী পরেছে কপালে পরেছে নীল টিপ
অসাধারণ সুন্দর লাগছিল যদিও আমি দূর থেকে দেখেছি!
কাঁধে নিয়ে সেই চিরচেনা সাদা রঙের ব্যাগ।
আমি দেখছি সেই প্রথম দিন থেকে সুদক্ষিণা সাদা রঙ্গের ব্যাগ ব্যবহার করে।
সুদক্ষিণা হেঁটে আসছে অনেকটা চলে এসেছে আমার সামনা সামনি
আমি একটু আড়ালে গিয়ে সুদক্ষিণাকে লক্ষ্য করছি
কোথায় যাবে আজ সুদক্ষিণা? আমার জন্মদিন উদযাপন করতে নাকি অন্য কোন কাজ জরুরি।
সুদক্ষিণা ঠিক আমার পাশদিয়ে যাচ্ছিল আর বলছিল
আজ অরিন্দমকে যদি পাই দেখাবো!  কি পেয়েছে? আমি সারা বছর অপেক্ষা করি ওর জন্মদিন ঘটা করে পালন করবো আর তার পাত্তাই নেই! আগে পাই ওকে দেখাবো কত ধানে কত চাল।
আমি ভয়ই পেয়ে গেলাম এত কেন রেগে গেছে সুদক্ষিণা!  না ওকে আর রাগিয়ে লাভ নেই, আমি সুদক্ষিণাকে ডাকতে চাইলাম যদিও অনেকটা দূরে চলে যাচ্ছিল। ডাকলাম সুদক্ষিণা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? কোথায় যাও?
সুদক্ষিণা পেছনে ফিরে তাকায়
দৌড়ে এসে আমার বলে তুমি এমন কেন অরিন্দম?
সারা জীবন তুমি কি এরকম থাকবে?
ভাবলাম অনেক রাগ করেছে সুদক্ষিণা আগে ওকে ঠান্ডা করতে হবে। আমি কিছু না বলেই হাত চেপে ধরলাম আর বললাম আমি এরকম থাকতে চাই! যা আছি আর আগেও তাই ছিলাম।
অভিমান মুখে সুদক্ষিণা বললো তুমি না আসলেই একটা.....