স্পর্শে
পুড়ে গেলে মন
আর তুমি তখন
নূয়ে পড়া লজ্জাবতী হয়ে,
তবে তাই বলে অনুভূতিহীন হয়ে
আকাশ আর নীলমেঘ
বজ্রচিৎকারে আছড়ে পরে নোনাজলে...
এটাকে কি করে বল তুমি-তোমরা
প্রেমস্পর্শ?


নীলাঞ্জনা হতে চাইলে
উড়িয়ে নীল শাড়ি
ভাজে ভাজে আত্মবশ
পরাভূত হলে ক্ষতি নেই এটা ভেবে;
জয় কর হে অবিনাশী মানবপ্রেমে
দূর করে আত্ম সর্বনাশ!


অনাঙ্কিত পরাজয় মেনে নিয়ে
প্রগাঢ় বিশ্বাস
অস্তিত্ব বহির্সংযোগ মনুষ্যত্বহীন কামনা,
পরাজয় মেনে নিয়ে লজ্জ্বা জড়ানো নীলাঞ্জনার শাড়িতে তখন লজ্জ্বা থাকাটা জরুরি।


মন থেকে উপলব্ধি কর,
আত্মজ কর নিজের প্রাণ-
অনন্ত পথে একা নয় কেউ!
কিছু শব্দ উচ্চারিত হলে মন পাওয়া মন দেয়া বলে কোন অভিধান সৃষ্টি
হয়েছিল বলে 'অন্তযামী'ও
মেনে নেয়নি কোনদিন
আত্মপক্ষ সমর্থন।



-------♥♥♥
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট-৫৫০
অসমাপ্ত