বারবার এসে ফিরে যাও তবুও ঝড় হৃদয়ে, চেনা লোকালয় অথচ অচেনা সময়, মাঝেমাঝে মনে হয় তুমি সুনামির চেয়েও ভয়ংকর লণ্ডভণ্ড করছো দশদিক। সময় যদি অভিমানী হয় তবে সুসময় আসবে কি করে? বারবার এসে ফিরে যাও অবিরাম ঝড় তবু থামে কি করে।
সৃষ্টির আলপনায় তুমি নেই রক্তের প্রগাঢ় স্পন্দন ধ্বনিতেও নেই, আছো ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যাও সমস্ত সৃষ্টিকে বারবার ফিরে আসো সৃষ্টির বদলে ধ্বংসে।