কতটা বদলে গেলে তুমি,
কতটা বদলালে জীবনের রঙ
এভাবেও বদলে যাওয়া যায়!
রঙ বদলালেই কি বদলানো যায় সবকিছু? অনন্ত পথ
যদিও একা, এখানে কেউ নেই তুমিও নেই শুধুই আমি একা,
অবিরাম জীবনের শুভমুহুর্ত উপভোগ ডেকেছি যদিও তুমি
সারা দাওনি।


সুখ ছুঁয়ে দেখোনি কখনো তা বুঝেছি কারণ সুখ অনুভবে থাকে দেখা যায়না অনুভব
করা যায়, জানি তুমি তা
বুঝবেনা নিজেকে নিয়ে ব্যস্ত থেকে সুখ ছোঁয়া যায় কি?
কতটা বদলে গেলে তুমি,
কতটা বদলালে জীবনের রঙ,
স্বপ্ন এবং বাস্তবতা এই নিয়েই জীবনের গান, এখানে দুঃখ
আছে আছে সুখ।


শিশির যেমন ভেজায় ঘাস
মেটায় তৃষ্ণা প্রেমও
তেমনিভাবে মনের তৃষ্ণা মিটিয়ে জাগিয়ে রাখে মন
অবিনাশী প্রেমে, তুমিতো
বদলে গেলে চাইলে বদলাতে চারপাশ, কতটা বদলে গেলে
তুমি, কতটা বদলালে
জীবনের রঙ?
প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে কিন্তু উত্তর কোথায়।


বদলে গেলেই যদি সুখ ছুঁয়ে
দেখা যেত তবে সবাই বদলে
যেত নিশ্চয়ই, কতটা বদলে গেলে তুমি, কতটা বদলালে
জীবনের রঙ? পেরেছো কি
সত্যিই বদলাতে নাকি লুকিয়ে দেখা চাঁদের মতো অমাবস্যার
ঘোরে নিজেকে বন্দি করেই দেখিয়েছো বদলানোর রঙ,
এভাবে আর যাই হোক না
কেন সত্যি কি সুখ ছুঁয়ে দেখা
যায়।