ক্লান্ত হয়ে যাই কতটা পথ হেটে
জীবনের হিসেব কতটা করেছি
কতটা সুখ খুঁজে সুখি হতে
এই জীবন এই পথ সব মিলাতে ব্যস্ত সবাই।


অনুভূতি ভোতরা হয়ে যায় মিলেনা সব হিসেব তুমিও জয়ি হতে পালিয়ে যাও লোকালয় থেকে কিংবা তোমার জীবন থেকে
হিসেব মেলাতে পেরেছিলে কি?


স্বপ্নগুলো যেদিন বিক্রি করেছি নামমাত্র দামে আর সুখটাকেও আজ নিলামে তুলতে চাই যদিও সুখটাকে দেখিনি কিংবা খুঁজেও পাইনি! সবাই কি সুখ খুঁজে পেয়েছিল।