সুনন্দিতা,
লোকালয় থেকে অনেক দূরে
তুমিও কি বৃষ্টি হবে?
আমাকেও ভেজাবে ভালোবাসার জলে!  
তৃষ্ণার্ত মন ও শরীর
কতদিন ভিজেনি।


সুনন্দিতা,
মরুময় বুক
চাই প্রশান্তির বৃষ্টি
তুমি এসো প্রিয়তমা
ভেজাও শরীর প্রতিটি ভাজে ভাজে।


সুনন্দিতা,
অনন্ত তুমি তুমিই অবিনাশী প্রেমে
এসেছিলে কোন একদিন
বাসন্তিকা সুপূর্ণিমা রাতে
আজ কি মনে আছে হয়তো নেই!


সুনন্দিতা,
তবুও আমি অপেক্ষায় থাকি
সাজিয়ে বরণডালা
থাকে ফুল
হৃদয় নিংড়ানো সুবাসিত ভালোবাসা।