লুকায়িত কামনায়
তোমারি স্পর্শমাখা স্মৃতি মুখোর
গাঢ় নিঃশ্বাসের শব্দরা কাঁপায় হৃৎপিণ্ড
এযেন ঝড় কালবৈশাখি।
রক্তক্ষরণ হয় দুঃস্বপ্নের রাতে পরাভূত সোহাগী প্রেম
জয়ি হয় প্রগাঢ়ভাবে কামসখ
আজ নিশ্চয়ই তুমি অতিথিরূপ দেখাও
যদিও তুমি আজ প্রথম স্পর্শের সঙ্গি নও!
প্রেমিক হতে চাইলেও তুমি প্রেমিক নও
আর আমিও এই ক্ষনিকের প্রেমিকা নই
সামান্য টাকা এখানে সুপুরুষের মতো জ্বল জ্বল করে উঠে জ্বলজ্বলন্ত কিনে নাও প্রেম আর তোমার সুপুরুষত্ব দেখাতে।