প্রবাসী তুমি আমি থাকি দূরে সাতসমুদ্র দূর কতদিন হয়নি দেখা কোন সে থাক ভালোবাসার ঘর;
আমি আছি অপেক্ষাতে জীবন জয়ের কগানে তোমার জন্য সুর বাধি প্রাণের আকুতির পর।
আমি জানি তুমিও জীবনের সুখময় অনুভুতি নিয়ে গাও গান দেশ থেকে দেশে...
তোমারি সুরে আমিও প্রাণ পাই শুভমুহুর্ত অনুভবে
আসে স্বপ্ন, প্রেম শুভময় ভালোলাগায়।
যেদিন প্রথম গান শুনেছিলাম মুক্তমঞ্চে খোলা মাঠে সবুজের সমাহার ছিল তাতে বিশ্বাসী বাতাস বইছিল চারদিক আকাশ ছিল নীলাভ্র তুমি এলে শুনালে গান।
সেদিনই কবিই এসে দূর থেকে দেখেছি আর
স্বপ্ন সাজিয়েছিল অবিনাশী কবিতা নতুন কোন কণ্ঠে।



আসছে...!