আজ আর কোন অনুযোগ নেই
ছিলনা কোনদিন!
বিশ্বাসের বাতাস যদি বন্ধ হয়ে যায় কোনদিন সেদিন তুমি কাকে বিশ্বাসের ভালোবাসায় বাধবে? তোমার বসন্তকাল ছিল অনুভুতিহীন।
ভালোই যদি বেসেছিলে পরম সত্যকে তবে কেন অনুযোগ কর সবসময়?
যে স্বপ্নের বীজ বপণ করেছিলে স্বপ্নিল কোন রাতে তাকে কেন অবহেলায় রেখেছ যত্ন করেছিলে ভেবে দেখেছিলে কী?
অনুভুতি বন্ধ হলে অনুভুতির জন্ম হবে বলে তুমি কি বিশ্বাস করো;
মানুষে মানুষে প্রীতি আর বন্ধনে আসে প্রেম লুকায়িত কামনা আসে মনে প্রগাঢ় বিশ্বাসে জয় করে আপনকে।