শাশ্বত শান্তির জন্য তুমি যে আহবান করেছিলে তার কি মর্ম বুঝতে চেয়েছিল কি সে কোন দিন!
যখন হত্যা হল একজন প্রেমিকাকে তখন তুমি এবং তোমরা চুপ করেছিলে! যেন কিছুই হয়নি, অথচ একজন মানুষকে ওরা হত্যা করে উল্লাস করেছিল ঠিক জল্লাদের মতো।
শাশ্বত শান্তির মিছিল হলে ওরা লুকিয়ে যায় কাল অনামিসায় ঠিক কখনই আমাদের বুকের ভেতর চাপিয়ে দেয় কৃষ্ণপক্ষ কিন্তু তখন দ্বাদশীর চাঁদ হয়ে আসে একজন কবি যে তার সারাজীবন শাশ্বত বাণী শুনিয়ে গেছেন।
যে প্রেমিকাকে হত্যা করেছিল জল্লাদের দল তখন কি তুমি এবং মুখে কুলুপ পড়েছিলে? যদিও প্রশ্ন করে লাভ নেই জানি কারণ তোমরাতো অন্ধ বধির;
তবে জেনে রেখো আলো কিন্তু আসছে, যতই অন্ধকারে লুকিয়ে থাকো তোমরা,
মানুষ জেগে উঠবে সেই আলোয় যে আলো।আমাদের নিয়ে যাবে শাশ্বত শান্তির মিছিলে।