নীলাঞ্জনা
আমি কি স্বপ্ন যে শেষ রাতে
এসে তোমাকেই স্বপ্ন
দেখাবো কিংবা চুপিচুপি
এসে সাহসী স্বপ্ন হবো তবে
আমি কবি লিখে দিতে পারি
তোমার জন্য কবিতা সেটি
প্রেমের কিংবা বিরহের।


নীলাঞ্জনা
আমি নদী হতে পারিনা যে
সাগরের মোহনায় তোমাকে
নিয়ে যাব, তবে আমি কবি
তোমার জন্য বাধতে পারি
জীবন জয়ের গান যে গানে
খুঁজে নিতে পারো অনন্ত
বিশ্বাস জয় করতে দুঃখ
বিলাস।


নীলাঞ্জনা
আমি বৃষ্টি নই যে প্রশান্তির
জলে ভেজাবো, আমি কবি
শাশ্বত শান্তির বাণী ছড়িয়ে
দিতে পারি অবিনাশী মানব
প্রেমে খুঁজে আনতে পারি
মানবতা মুক্তি চির আনন্দ
আর সেটাই আমার প্রিয়
কবিতা।