সব কিছু ভুলে গেলে পরাজিত হয় ভালোবাসা, রূপালী রাত ছুঁয়ে যাওয়া জ্যোৎস্না তখন আর অবগাহনে যাওয়া যায়না, সব ভুলে কি জয়ী হওয়া যায়।


স্পর্শমাখা অনুভূতি ছুঁয়ে দেয়া পরম সোহাগ লুকায়িত বিশ্বাস চলে যায় ভুলে গেলে, তুমি কি ভুলে গিয়ে জয়ী হতে চাও? যে স্বপ্নের পথ ধরে মিলিত হয়েছিল অবিনাশী প্রেম অনন্ত ভালোবাসা তাকে ভুলে যাবে কি করে।


লোপায়ির জলে ভিজে সময়ই নষ্ট হবে প্রশান্তি আর ছুঁয়ে দেখা হবেনা তাহলে ভুলে গিয়ে কি সুখ খুঁজে দেখতে চেয়েছিলে? যে স্বপ্নিল রাতে জাগিয়ে প্রেম নিবেদন করেছিল সেই মুহূর্ত উপভোগে আজ তবে কি সবই অতীত।