এখানে জয়ী হতে আসেনি
জয় করতে তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে ছিল সুখ খুঁজে দেখতে।


এখানে কেউ নেই কারও প্রয়োজন নেই! তুমিও নেই কারও প্রয়োজন নেই, একাকিত্ব বড়ো বেশি প্রিয় কখনো কখনো
বিরহী বাতাস এখানে বড়ো বেশি প্রিয় ছুঁয়ে দেয় সমস্ত।


এখানে জয়ী হতে চেয়েওনা
জয়ী হতে চেয়ে অপেক্ষা নামক স্বপ্নের মতো অপেক্ষা শেষ রাতের সাহসী স্বপ্নের মতো
অভিমানী মুখ লুকিয়ে থাক নিদারুণ কষ্ট ভুলে।


তুমিতো স্বপ্ন দেখেতে শিখিয়ে ছিলে জীবন জয়ের গানে
আমি একা বড়ো বেশি একা করে
ভুল বুঝে দূরে সরিয়ে দিলে!


তবুও কোন আজ অনুযোগ নেই তোমার প্রতি
ভালো থেকো তুমি অবিনাশী কবিতার শুদ্ধ উচ্চারণ করে এগিয়ে যাও সোনালী সূর্য মতো।