উৎসর্গ: মীরা সুলতানা


সবকিছু মেনে নিয়ে তবুও বলি এই বেশ সুখে আছি! এই ঘর এই সংসার সবই নিয়ে ভীষণ ব্যস্ত, এই বেশ সুখেই আছি; সুখ ছুঁয়ে দেখার মিছে চেষ্টা সুখি ভেবেই সাজিয়ে সংসার নিজেকে বানিয়ে যন্ত্র তবু বলি ভীষণ সুখেই আছি।
সব মেনে নিয়ে সাজিয়ে সংসার তোমাদের মতো রঙ মেখে সঙ সেজে সুখেই আছি বড় বেশি সুখে, এই আয়োজন এই বিশাল অট্টালিকা সবকিছু নিজের করে চালিয়ে তবু বলি এই বেশ মহাসুখে আছি, তবু তোমাদের মতো যা চাপিয়ে দিয়েছো এই সংসার এই যাপিত জীবন, মেনে নিয়েছি মানতে যে হবে।
বুকের মধ্যে যে পাষাণ চাপিয়ে দিয়েছো রুখে জীবন জয়ের গান, দিয়েছো সংসার অন্ধকার আছন্ন সমাজ, পায়ে পড়িয়ে শিকল, দেখাও মুক্তি আলো আমি হাসি কখনো লুকিয়ে কাঁদি কিন্তু আমি সুখেই আচ্ছি।।