মহারাণী,
তোর ছবি আগে হায়তো মন দিয়ে দেখেনি! অপরূপা তুই,
সত্যি ঈশ্বর নিজ হাতে বানিয়েছেরে!
গান কী এখনো আগের মতোই গাইছিস? আর তোর আবৃত্তি
যে গান কবিতা শুনে প্রথম দেখায় মন ছুঁয়ে ছিলি প্রিয় দেবী
হে নীলাঞ্জনা।


মুগ্ধতা ছড়িয়ে আছে তোর চারপাশ
ঠিক যেন প্রিয় কবির অনিন্দ্য কবিতা!
কবিতার শুদ্ধ উচ্চারণ আর তোর আবৃত্তি কিংবা গান
এখনো মাতিয়ে রাখে সারাক্ষণ।
তোর ছবি যদি দেখে ফেলে কোন কবি
নিশ্চয়ই পরাজিত হতে চাইবে
তোকে নিয়ে লিখে অবিনাশী কবিতা।