তোমাকে আমি
কোন কিছুর সাথে
তুলনা করতে চাইনি কখনো।
বড়ো বেরসিক সময়
এ যেন দুঃসময়
কৃষ্ণপক্ষ,
বাতাসে মিশে থাকে
অদৃশ্য ঘাতক
মৃত্যুকে আলিঙ্গন করে
নিত্যদিন মানুষ।


পৃথিবী জুড়ে নিঃশেষ হয় সব
দানবকে রুখতেই হবে
একাট্টা হয়ে মানুষ।
সময় যখন দুঃসময়;
বন্ধ হয়ে যায় লোকালয়
মানুষ হয় আতংকিত
কান্নায় ভারি হয় বাতাস।


তোমাকে কারো সঙ্গেই তুলনা
করা যায় না!
তুমি অবিনাশী
অনন্ত পথে জাগানিয়া আমার,
স্বপ্নময় অবিনাশ
যে স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে
নির্মল নিঃশ্বাসে।