(বিন্তি ঘোষকে নিবেদন)


তোমাকে দেখার পরে
আমার ক্লান্তি চলে গেছে,
তুমি যে প্রিয় কবির প্রিয়
কবিতার মতো উচ্চারিত
সুন্দর, আমিতো মোহিত হই
যেন ছুঁয়ে যায় কবিতার
প্রতিটি শব্দের উচ্চারণে
শানিত কর মন শরীর।
তোমাকে দেখার পর ক্লান্তি
চলে গেছে, তুমি যেন
সুভাষিত বসন্তের চির নতুন
ফুল আমাকে মাতিয়ে দিচ্ছো
প্রতিমুহূর্ত।
তোমাকে দেখার পর আমার
ক্লান্তি চলে গেছে, আনন্দ
চিত্ত মাঝে অনিন্দ্যসুন্দর
তুমি।