বদলে যাওয়ার কি জীবন
বদলে যায় সময়, বদলে যায় তথাকথিত এই সমাজ তুমি বদলাবে কি করে ভেবে দেখেছিলে সুনন্দিতা?
জীবনকে জয় করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যদি জয়ী হত মানুষ কিংবা এই সমাজ তবে তোমাদের বদলে যাওয়াকে গ্রহণ করতাম।
ইতিহাস ভুলে গেলে চলবে কি করে বল;
আমাদের ইতিহাস ওরা বদলাতে চেয়েছিল কিন্তু ইতিহাস কি বদলে ফেলা যায়;
ইতিহাস সত্যি এবং চিরন্তন সত্য।
বদলে যাওয়ার নাম যদি জীবন হয় তবে তুমিও বদলে যেয়েও সময়ের প্রয়োজনে!
বদলে যাও ভালো কথা কিন্তু সময়কে বদলাতে যেওনা
নিজেকে আবিষ্কার কর তোমার সময়ে।