চোখ বন্ধ করলেই ভেসে উঠো তুমি আমার অস্তিত্ব জুড়ে তোমার অবস্থান,
বাঙালির মননে সৃজনে
সমস্ত সত্যায় তোমারই অবস্থান
তুমি কবি আমাদের চেতনার অগ্নি মশাল
তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।


যখনই কোন হন্তারক আমাদের বুকের ভেতরে বসিয়ে দিতে চেয়েছিল কৃষ্ণপক্ষ তুমি দ্বাদশীর চাঁদ হয়ে বিলিয়ে দিয়েছো জ্যোৎস্নার প্লাবন পরাজিত হয়েছে সেই হন্তারক।  


কবি ও কবিতার সম্মিলিত উচ্চারণ তোমার অমর বাণী পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে জাগিয়েছো মানব চেতনা, মানুষের কল্যাণে আজও তোমার গানে খুঁজে নেয় মানুষ তাদের জীবন জয়ের গান।


অসুন্দরে কাছে পরাজিত না হয় যেন মানুষ তার জন্য তুমি লিখলে অবিনাশী সব কবিতা যার প্রতিটি লাইনে আজও মানুষ চিরসুন্দরে জয়ী হতে শেখে নিজেকে নিয়োজিত রাখে মানুষ সংগ্রামে সাম্যের চির আনন্দে।


মানবতার মুক্তি তোমার চিরসবুজ গান প্রতিমুহূর্ত আমাদের জোগায় সাহস, এখনো তাই মন্ত্রের মতো উচ্চারিত প্রতিটি শব্দে খুঁজে নেয় আত্মপরিচয়, বাঙালির প্রতিদিনই তোমাকে প্রয়োজন তাইতো এখনো মানুষ দিনবদলের গান গায় চেতনাকে শানিত করে।




চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ'


১৬২ তম শুভ জন্মদিনে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।



২৫ বৈশাখ ১৪৩০
-----------------
সাপটানা সড়ক, বাহাদুর মোড়
লালমনিরহাট।