তোমার চলে যাওয়া বড়ো বেশি কষ্ট
দিয়েছিল কবিকে নিদারুণ কষ্ট পেয়ে
লিখতে ভুলে গিয়েছিল কবিতা রাতজাগা
পাখির মতো কবির কষ্ট কি তোমায় স্পর্শ করেছিল কখনো?
সব ভুলে তুমি কি সুখী হতে পেরেছিলে
সব ভুলে কি থাকা যায় কিংবা সুখ ছুঁয়ে সুখ খুঁজে পাওয়া যায়।
তোমার চলে যাওয়ায় পাঠক বঞ্চিত হল অসাধারণ কবিতা থেকে সেটা কি কখনো ভেবে দেখেছিলে?
কবি ও কবিতার সম্মিলিত উচ্চারণে যে অনিন্দ্য কবিতার জন্ম হতো মাটি আর মানুষের অধিকার আদায়ে সেও বন্ধ হয়ে গেলো শুধু তোমার চলে যাওয়ায়।
কবি কি অপেক্ষা করছে সেই সময়ের যে সময় তুমিই অনুপ্রেরণা দিয়েছিলে কবিকে, কেন চলে গেলে আর কেনইবা বঞ্চিত করলে কবিতার পাঠককে।