বিরহ বাতাস আমায় কাঁদায় তবুও তোমার জন্য একটা উৎসব সাজাই, তুমি কোন উৎসব করো নীলাঞ্জনা আমার জন্য না কেউ মৃত্যুর উৎসব সাজায়;
কখনো কি তোমায় বলেছি নীলাঞ্জনা, তোমার সুখের দিনের সঙ্গী হতে চাই? না আমি একা এখানে কেউই নেই আমার জন্যে শুধুই একা।


ভালোবাসার জন্য আনতে পারিনি একশত আটটা পদ্মফুল! দিতে চাইনি রক্তের নদীতে সাঁতার আমিতো ফুল ফটাতে চেয়েছি ভালোবাসার তোমার শরীরের বাম দিকটায় যেখানে মানুষের অস্তিত্ব থাকে; ভালোবাসার জন্য কেন আনতে হবে একশত আটটা পদ্ম ফুল।


বিরহ বাতাস আমায় কাঁদায় তবুও একটা তোমার জন্য উৎসব সাজাই নীলাঞ্জনা, অনেক প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে এই সমাজসংসারে কিন্তু উত্তর হয়তো তোমার আমার জানা নেই! ভালোবাসলে নাকি সাহসী হতে হয় বিদ্রোহ করতে হয় নিজের সাথে তবেই না সাম্যের গানে চির আনন্দ উপভোগ করা যায়।