(উৎসর্গ : রীতা বিশ্বাস)


আলো আধারের এই খেলা জয়ী হওয়া খুবই কঠিন তবুও জয়ী হতে আমাদের কতনা চেষ্টা, হ্যাঁ আলো আর আধার মিলেই যে আমাদের জীবন আর তুমি অন্ধকার দেখে ভয় কেন পাও?
জীবনতো সংগ্রামের মধ্যেই আবদ্ধ তাহলে ভয় পেলে চলবে কি করে।


যদি জীবনকে জয় করো যদি নিয়োজিত থাকো জীবন সংগ্রামে তবে তোমাকে সাহসী হতে হবে, সংগ্রামই যে সত্য এখানে নিয়ত থাকে আত্মসম্মান, তুমি যা পেয়েছো এবং যা পেতে চাও সবই সংগ্রামের মধ্যেই অর্জন করেছো সংগ্রামই যে জীবন।


এই আলো এই আধারের খেলায় তোমাকে জয়ী হবে যেমন তুমি এতো দূর এসেছো এটা জীবনেরই অংশ, যদি তুমি জয়ী হতে চাও তবে তোমাকে সাহসী হতে হবে হতে হবে সংগ্রামী, জীবনকে উপভোগে হও সাহসী আর আমি না হয় তোমার সাহসের সঙ্গী হবো।।