সেদিন সকালে,
বুকের গভীরে লুকিয়ে থাকা
স্পষ্ট ভালোবাসা-
যা ভুলে গিয়েছি
নিদারুণ নিষ্ঠুর
জীবন সংসারে;
বিবাগী সেজে
তোমার শহরে চলে এসেছি-
মহারাণী ডেকে ছিলে  
বুকের গভীরে,
নীল বেদনা ভুলে
শুনেছি স্বপ্ন মাখা
ডাক;
এসেছি তোমার শহরে-
প্রাকৃতিক নীলিমায়
অপরূপ সৌন্দর্য্যের
ফিরে ফিরে পাই তোমাকে।
সেদিন তুমিও হয়তো ছিলে অপেক্ষায়;
শহরে দাঁড়িয়ে
প্রানবন্ত মুখর তোমার মুখোমুখি-
একজন মানুষ
উপলক্ষ্য ছিল;
স্পর্শ অনুভূতির প্রকাশ
যেন জয় করতে চেয়ে লিখেছিল
কবিতা।