তোমাকে দেখার পর আমার
ক্লান্তি চলে গেছে, তুমি যেন
প্রিয় কবির অবিনাশী
কবিতা, মুহূর্তে জয় করলে
সমস্ত সত্যিই তুমি কবি ও
কবিতার সম্মিত উচ্চারণ যে
মেলবন্ধন জুড়িয়ে পাঠকের
মনের কোণে ঠিক তুমিও
তেমন মেলবন্ধন করলে
মনে।


তোমাকে দেখার পর আমার
ক্লান্তি চলে গেছে, একটা স্বপ্ন
পাখামেলা পাখির মতো
সমস্ত আকাশ জুড়ে উড়ে
বেড়াই, ভালোবাসা সে এক
অবিনাশী পাওয়া এখানে
স্বপ্ন জুড়ে থাকে প্রেম আর
ভালোবাসায় স্বপ্ন দেখায়
দিনবদলের গানে।


তোমাকে দেখার পর ক্লান্তি
চলে গেছে, তুমি আমার
প্রথম লেখা কবিতা যার
প্রতিটি লাইন জুড়ে তোমারই
অবস্থান মিশে,
ভালোবাসে যদি গ্রহণ করো
যদি জয় করো সমস্ত,
ভালোবেসে জয় করো
আসুক দিন শুদিনের গানে।