নীলাঞ্জনা,
তোর চোখে কী আছেরে
তাঁকালে হৃদয়টা চমকে উঠে
বেড়ে যায় রক্তের প্রগাঢ়তা!
কেন তখন আমাতে ধরে রাখতে পারিনা?
তোর চোখে কি আছে-
চোখে চোখ রাখতেই জ্বালিয়ে দেয় সমস্ত।


নীলাঞ্জনা,
চোখতো নয় যেন সমুদ্র ওইখানে তুই ধরে রাখিস প্রগাঢ় প্রেম
রক্তে লাগাস আগুন
মরুময় বুকে বয়ে যায় রক্তের প্রগাঢ়তা খুঁজে নেয় অবিনাশী প্রেম।


নীলাঞ্জনা,
তোর চোখে কি আছে?
দ্বাদশীর প্রথম চাঁদের আলোয় দেখা তোমার চোখে ভিজে লুকায়িত কামনা অবিরাম সুখ ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা জেগে উঠে মনে কিংবা শরীরের প্রতিটি ভাজে।


নীলাঞ্জনা,
তোর চোখে অবিরাম ভালোবাসা
একটু একটু করে বিশ্বাসের স্বপ্ন আঁকা
চোখতো নয় যেন সমুদ্র ওইখানে আছে প্রেম।


নীলাঞ্জনা,
তোর চোখের দিকেই তাকালেই আমি রোমাঞ্চকর কিছু একটা অনুভব করি!
তোর চোখ যে মনের কথা বলেরে
জীবন জয়ের গান গেয়ে
জয় করি সমস্ত।


নীলাঞ্জনা,
তোর চোখে অবিরাম সুখ খুঁজে পরাজিত হতে চাই
যে চোখে সমুদ্র দেখি
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে জয় করি প্রেমে
যা বারবার পরাজিত হই মনের কাছে
জীবনের শুভমুহুর্ত উপভোগে।।




সাপটানা সড়ক
বাহাদুর মোড়
লালমনিরহাট
১৯.০২.২০২১