চেয়ে দেখছো কি আকাশ না
তারা, আমি আকাশ
দেখছিলাম আর তুমি
গুনছো তারা, আকাশের
দিকে তাকালেই বড় হয় মন
বদলে যায় চাওয়া পাওয়া,
এইযে তুমি আর আমি এবং
আমাদের চাওয়া, এইযে
ভালোবাসা হৃদয় ছুঁয়ে দেখা
ভালোবাসা এমনই।


আকাশ আর তারা মিলিত
উচ্চারণ ভালোবাসা, এসো
অবগাহন করি ভরা
জ্যোৎস্নায়, আবেশে জড়িয়ে
নেই ভালোবাসা, জয় করি
জীবন যেখানে উচ্চারিত
হোক প্রেম যা দুজনকে ছুঁয়ে
দিয়েছে, তুমি আকাশ হলে
আমি না হয় শরতের সাদা
মেঘ।