তবুও বিশ্বাসে আঁকে মন অপেক্ষা একটি প্রগাঢ় স্বপ্নের,
তুমি আসবেই দুখের দিনে;
যখন রাতজাগা পাখির মতো কবিতা এসেছিল কবির হৃদয়ে ঠিক তখন তোমাকে আবিষ্কার করেছিল কবি গানে আর কবিতায়।


তুমি আসনেই বিজয়ী করতে সাজাতে সংসার বিবাগী প্রেমিকের,
তাইতো বিশ্বাসে একেছিল সেই স্বপ্ন, যে স্বপ্নের সারথি হতে তুমিও এসেছিলে কবি ও কবিতায়।


তোমার বসন্ত এসে গেছে প্রিয়তমা
যার রঙের ছোঁয়া লেগেছে কবিতায়, মনে আর শরীরের প্রতিটি ভাজে;
তোমারই জয়গানে ফাগুনের আবেশে মিলিত হয়ে খুঁজে নেয় অবিনাশী প্রেম আর ভালোবাসা।


প্রেমিক কি কখনো পরাজিত হয় জীবনের শুভমুহুর্ত উপভোগে?
জয়ী হয় মানুষ স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে জয় করতে তোমাকে।
তবুও বিশ্বাসে আঁকে মন
তুমি আসবে হে দেবী হে প্রিয়তমা
এখানে তোমারই প্রয়োজন।


স্বপ্ন এবং বাস্তবতা মাঝে জয় করো জীবন
সুবাতাস এসে রাঙিয়ে দিন মন
তোমার জন্য,
তবুও স্বপ্ন আঁকে মন
তুমি আসবে-
অপেক্ষা সেই প্রগাঢ় স্বপ্নে
তুমি আসবে...