এসো আজ বিপ্লবী হয়ে যাই-
এসো সাম্যের গানে মুক্তির চির আনন্দে,
এসো মুক্তির মিছিলে
অগ্রভাগে
সাম্যে আনে মুক্তি
এসো রাজপথে-
এসো সাহসী শ্লোগানে
মিছিলে মিছিলে
প্রকম্পিত করো গ্রাম থেকে শহর-নগর।


বিপ্লবী সাহসী মানুষ বড়ো বেশি প্রয়োজন
এসো বিপ্লবী হয়ে যাই সংগ্রামে...
তোমার আলোয় জাগাও বিবেক
এসো প্রগতির আলোয়
আলোকিত করি ঘুচাতে সব অন্ধকার।


সংগ্রামই সত্য এখানেই আছে মানব মুক্তি
এসো আজ বিপ্লবী হয়ে যাই
সাম্যের গানে আওয়াজ তুলি-
মেলাই গলা প্রগাঢ় সুরে
দেশ থেকে দেশে।


বিপ্লব তোমায় ডাকছে প্রিয়তমা
এসো হাতে রেখে হাত এগিয়ে চলি।
আজ আর অনুযোগ নয়
নয়তো অভিযোগ
সংগ্রামে এসো
সূর্য যে উঠেছে দিতে আলো
সেও আমাদের মুক্তির স্বাদ দিতে
সংগ্রামই সুন্দর সংগ্রামই সত্যি।


চেতনাকে শানিত করো
এসো মুক্তির মিছিলে
বিপ্লবী হও সংগ্রামে
তুমি বিপ্লবী হও হে প্রিয়তমা।



♥♥♥√
সম্পাদনা
০৫.০২.২০২১
সাপটানা সড়ক
বাহাদুর মোড়, লালমনিরহাট-৫৫০০