জীবনের কোন শুভমুহুর্তে তুমি এসো প্রাণপ্রিয় সখি;
তোমারই অপেক্ষায় এই জনপথ এবং প্রান্তিক মানুষ
যারা জীবনকে ভালোবেসে জয় করেছিল জীবনানন্দ
অনন্ত পথে দেখেছিল স্বপ্ন
একটা শুভময় সকাল
একটা রোদেলা উঠান
একমুঠো আকাশ
ফসলি জমি
তারাও অপেক্ষায় তোমার জন্য।


ভালোবাসা আমায় কাঁদাক তুমি চাইতে কী?
বিশ্বাসী মন
উদাসী কবি তার কবিতা!
অনন্তকাল অপেক্ষা তবুও মানুষসুলভ স্বপ্ন আর প্রেমে পরাজিত হতে চায় কবি ও তার কবিতা ;
চায় ভালোবাসা জীবন জয়ের গান একমুঠ ভাত
মোটা কাপড় আর বাসস্থান।


আমার বসন্ত তোমাকে ডাকে চিরনতুন বসন্তে তুমি এসো প্রাণপ্রিয় সখি
যে বাসন্তিকা রাতে তারারা মিতালি করে
মানবপ্রেমে
জ্যোৎস্নাময় কবিকে ছুঁয়ে দাও সুখ প্রশান্তিতে শরীরের প্রতিটি ভাঁজে।


স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে তুমি এসো এই বাংলায় তোমার অপেক্ষায় এই মাটি আর মা।
যার অপেক্ষায় কবি আর কবিতা শুধু নয়
আকাশসম স্বপ্ন নিয়ে বসে আছে
এই বাংলা আর সমস্ত বাংলাদেশ।