তুমি বিজয়ী হলে-
সবকিছু মিলে যায়-
জয়ী হয় প্রান্তিক মানুষ
যারা স্বপ্ন দেখে স্বপ্নের বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে আমাদের যোগায় আনন্দ
সে হোকনা শ্রমিক, কৃষক, মজুর।


তুমি জয়ী হলে-
জয়ী হয় বিবাগী গ্রাম, শহর, নগর
অনাবিল সুখ খুঁজে পায় কবির অবিনাশী সব কবিতা
কবিও স্বপ্নের সারথি হতে চায়।


তুমি বিজয়ী হলে-
ভালোবাসা খুঁজে নেয় প্রেমিক পুরুষ প্রেমিক বেসে জয় করে পরম সোহাগে প্রেমিকাকে
জয়ী হতে আহবান করে সুখ আর দুঃখকে।


তুমি বিজয়ী হলে-
বসন্ত আসে কোকিলের গানে
ফুল ফুটে জানিয়ে দেয় বসন্তের আগমনী গান
বিরহ ভুলে যায় চাঁদের আলো
বিলিয়ে দেয় জ্যোৎস্নার প্লাবন।


তুমি বিজয়ী হলে-
ভালোবাসা আসে মনের গহীনে
জীবন জয়ের গানে সুরে সুর আনে
সমস্ত দেশ
স্বপ্ন এবং বাস্তবতায় স্বপ্ন দেখে
ঠিক যে শেষ রাতের সাহসী স্বপ্নের মতো।