তুমি কি চাঁদ
ভেসে থাকো শুধুই আকাশে,
আমি শুধু দেখেই যাই
রাত এলেই তোমাকে দেখি
নদীর কিংবা সমুদ্র পাড়ে শুধু রাতে ভেসে থাকো
তুমি কি চাঁদ।

শরীর থেকে দূরে
আর অশরীর!
তুমি চাঁদ
তবে দূরে থাকো
শুধুই রাতের আকাশে।

কোনদিন দেখেছো আমাকে
একটু চেয়ে
নাকি দূরে থেকে শুধু তৈরি করছো
দূরত্বের দেয়াল
আর প্রতিদিন একটু একটু করে
বড়ো হচ্ছে সেই দেয়াল।