এখানে স্বপ্নগুলো পুড়ে যায়
মুক্তির বদলে শৃংখল
ভালোবাসা
অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং কষ্ট।


তবুওতো তুমি কবি অবিনাশী
যে স্বপ্ন দেখে কাটিয়ে দিলে কতগুলো বছর
কতগুলো রাত আর জীবন বসন্ত
তবুও তুমি রইলে অবিরত
সাজাতে সংসার
যদিও তুমিই নাকি সংসার বিবাগী!


মানুষ বাঁচলে বাঁচবে দেশ
বাঁচবে পৃথিবী সমাজসংসার
কি দারুণ ব্রতে লিখে যাও তোমার কবিতা
মানুষের সৃজনে মননে আর মানব সেবায়।


তুমিই কবি
তোমার কবিতায়
খুঁজে ফেরে
প্রেমিক-প্রেমিকা
যদিও প্রেমই বেশি
তোমার কবিতার জয়গানে
প্রেমবতী কবি তুমি
খুঁজে দেখো প্রেকিমাসম প্রেমিক মন।


ভালবাসা
অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং কষ্ট
তবুও প্রেমেই মজে মানুষ প্রেমের কাছে পরাজিত- অপরাজিতা আর সৃজন।


প্রেম যদি না থাকতো
তবে চলবে কেমন করে জগৎসংসার
তুমিই বললে-
প্রেমেই মুক্তি
প্রেমই মুক্তি;
কি অসাধারণ আহবানে জাগালে প্রেম প্রেমিকসম!


এখানে স্বপ্নগুলো পুড়ে যায়
মুক্তির বদলে শৃংখল
ভালোবাসা
অনাবিল অজানা
এখানে নিশ্চিত দুঃখ এবং কষ্ট ।


তুমিই কবি
মানব প্রেমে কিংবা প্রেমিক-প্রেমিকাসম
অবিনাশী মন্ত্রের মতো
তুমি কবি
ভালোবাসার জীবন জয়ের গানে
শুভদিনের
শুভমুহুর্তের
মানুষের জাগরণে
চেতনার বিপ্লবে।


...
...............
সম্পাদনা
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট
১১.০৬.২০২০