আজ আমি কোথাও যাইনি কোন বসন্ত উৎসব কাছে ডাকেনি একা থেকেছি এই অন্ধকার ঘরে,
একা শুধুই একা।
অন্ধকার ঘরে কাটিয়েছি অনেকটা সময় দূর থেকে তোমার গন্ধ পাই
আমি দুঃখ ভুলি অতীতকে পেছনে ফেলে।
তুমি ভয় পাও ঘনো কুয়াশার কালো ভ্রমরের, আমারও ভয় ছিলো তোমাকে নিয়ে!
আজ কেন বৃষ্টি হচ্ছে এই মধ্য রাতে কেন আকাশ কাঁদছে?
এই উৎসব আমার জন্য নয় কোন উৎসবে আর নিজেকে মাতিয়ে রাখিনা!
তুমি কোন উৎসব করো আমার জন্য কেউ না হয় মৃত্যুর উৎসব সাজায়।