বুকে যে কষ্ট তা কি তুমি
অনুভব করো? যে কষ্ট যেন
চাপিয়ে দেয়া পাষাণের মত,
আর কতো কষ্ট পেলে তুমি
অনুভব করবে; তীব্র এ কষ্ট
যন্ত্রণা দায়ক।


কেন তোমায় আমার
কষ্টগুলো তোমাকে স্পর্শ
করেনা কেনইবা স্পর্শহীন,
পাষাণের মতো হলে সব
ভুলে কি করে জয়ী হতে
চাও! অনুভূতিহীন হয়ে কি
করে থাকতে পারো।


চলো বদলে যাই বলে
অন্ধকারে মিলিয়ে দিয়ে
বলেছিলে তুমি পরাজিত
হবার ভয় নেই, চলো বদলে
যাই! বদলে দিয়েছো ঠিকই
তবে সমাজ কিংবা সংসার
নয় শুধু তুমিই বলদে গেছো।