নিজের সাথে প্রতি মুহুর্তে যুদ্ধ
আসে সংগ্রাম-
আসে বিপ্লব- দিনবদলের গানে
কখনো তুমি জয়ি আর আমি পরাজিত হলেও তখনতো তোমারি জয়ি হবার কথা।
আমি পরাজিত হলে
তুমিতো জয়ী হও।
জীবনের শুভমুহুর্ত উপভোগে তুমিতো পাশে থাকবার কথা কিন্তু তুমি নেই
তাইতো বিরহ বাতাস ঘুরে চারপাশ।
যদি সংগ্রাম পরাজিত হয়
তখন পরাজিত হয় সমস্ত।